জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। র্যালিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, দলটির দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী মঞ্চ নির্মাণ তদারকি করছেন।
তিনি বলেন, স্মরণকালের ঐতিহাসিক র্যালি হবে এটি। আমাদের আগের কর্মসূচিগুলোতে নানা প্রতিবন্ধকতা থাকত, যে কারণে নেতা-কর্মীরা নির্বিঘ্নে তাতে যোগ দিতে পারতেন না। এবার সেই পরিস্থিতি নেই। আশা করছি, র্যালিতে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]