ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট হারের পর এ যেন এক নতুন পাকিস্তান। বারবার কামব্যাক করে নিজেদের পুরনো রূপটাই দেখাচ্ছে ক্রিকেট বিশ্বকে। তবে এবার সেই পুরনো বিশ্বসেরা পেস লাইনআপ দিয়ে কাবু করল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। চোট থেকে ফিরেই হারিস রউফের চমক। তার গতি আর সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অসিরা। ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। অ্যাডিলেডে শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছেন রিজওয়ানরা। এটি তার অধিনায়কত্বে প্রথম জয়। এমনকি ২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে পাকদের প্রথম জয়। এ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে তারা।
টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে ৩৫ ওভারে স্বাগতিকরা অলআউট হয় ১৬৩ রানে।
জবাব দিতে নেমে শুধুমাত্র সাইম আইয়ুবের উইকেট হারিয়েছে শুধু পাকিস্তান। ২৬.৩ ওভারেই পাকিস্তান ৯ উইকেটের ব্যবধানে জয়ের ল্েয পৌঁছে যায়। সাইম আইয়ুব ৭১ বলে করেন সর্বোচ্চ ৮২ রান। ৫টি বাউন্ডারি এবং ৬টি ছক্কার মার মারেন তিনি।
সাইম আইয়ুব আউট হলেও আবদুল্লাহ শফিক ৬৯ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন বাবর আজম। ওভারপ্রতি ৬.৩৭ রান তুলে জয়ের ল্েয পৌঁছায় পাকিস্তানিরা। অ্যাডাম জাম্পা নেন একমাত্র উইকেটটি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলার হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদিদের তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন হারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান নেন স্টিভেন স্মিথ। ম্যাথিউ শর্ট ১৯ রান, জস ইংলিশ করেন ১৮ রান। ১৮ রান করেন অ্যাডাম জাম্পাও। ১৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]