রাজধানীর কামরাঙ্গীরচরে জুতায় ব্যবহৃত আঠা খেয়ে মো. আরিফ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পূর্ব রসুলপুর এলাকায় ঘটনাটি ঘটে। অসুস্থ অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. অনিক জানান, তার বাবা মো. আরিফ একটি জুতার কারখানায় কাজ করতেন। হঠাৎ তারা জানতে পারেন কারখানার মধ্যে জুতায় ব্যবহার করার আঠা খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]