আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে নৌকাবাইচসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো পুনরায় ফিরিয়ে আনা ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে নৌকাবাইচ, প্রীতি ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, বলিখেলা, তৈলাক্ত বাঁশ আরোহণসহ মোট ১১টি খেলার আয়োজন করা হয়। এর মধ্যে প্রথম দিনে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ। এ প্রতিযোগিতায় জেলা সদরের নারী-পুরুষ মিলে ১৮টি দলে মোট ১৪৪ জন অংশগ্রহণ করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]