ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে ফিলিপাইনের বিস্তীর্ণ এলাকা। রোববার (২৪ নভেম্বর) রাজধানী ম্যানিলার কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। আগুনের প্রভাবে পুড়ে যায় কমপক্ষে ডজনখানেক বাড়িঘর। খবর, আরব নিউজের।
আগুনের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে ম্যানিলার বন্দর অঞ্চলের প্রায় পুরো এলাকা। নিরাপদ স্থানে সরানো হয়েছে ৬০০ পরিবারের কমপক্ষে তিন হাজার মানুষকে। তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে লেগেছে এ আগুন। পরিস্থিতি সামাল দিতে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। ফায়ার অ্যান্ড ডিজাস্টার সার্ভিস ৩৬টি ট্রাক এবং চারটি ফায়ার বোট মোতায়েন করেছে। সেইসাথে আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দেশটির বিমানবাহিনীও। আগুন নেভাতে সাহায্য করার জন্য দুটি হেলিকপ্টার পাঠিয়েছে তারা।
উল্লেখ্য, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে গত আগস্টেও ম্যানিলায় অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। এতে মারা যায় এগারো জন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]