মুক্তির অপেক্ষায় আছে ‘পুষ্পা ২’। প্রথম পর্বের চেয়েও এবার উত্তেজনা ছড়িয়েছে অনেক গুণ। বিশ্বজুড়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ বেড়েছে আরও। পুষ্পার সঙ্গে আবারও রোমান্স মুডে প্রিয় নায়িকাকে দেখতে আঙুলে দিন গুনছেন রাশমিকা মান্দানার ভক্তরা।
তার আগে দক্ষিণ ভারতের এই তারকা ভাইরাল হলেন গোপনে ডেটিং করতে গিয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো মজেছে সেই খবরে।
অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করেন রাশমিকা- কয়েক বছর ধরেেই এই গুঞ্জন চাউর রয়েছে। প্রায়ই নাকি তারা ডেটিংয়ে যান। সম্প্রতি এই গুঞ্জন আরও স্পষ্ট হয় যখন ‘কুশি’ অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, তিনি সিঙ্গেল নন।
এর মধ্যে বিজয় এবং রাশমিকার একসাথে লাঞ্চ ডেটের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ছবিটি একটি রেডিট অ্যাকাউন্টে ‘বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকাকে একসাথে দেখা গেছে’- এই ক্যাপশনসহ পোস্ট করা হয়েছিল। ভাইরাল হওয়া ছবিতে বিজয় দেবেরাকোন্ডা তার খাবার উপভোগ করছেন। অন্যদিকে, রাশমিকা মন্দানা ক্যামেরার দিকে না তাকিয়ে তার পেছনে বসে আছেন।
রাশমিকা মান্দানা, পুষ্পা, বলিউড, ভারতীয় চলচ্চিত্র, সুপারস্টার, ডেটিং, আল্লু অর্জুনযার সঙ্গে গোপন ডেটিংয়ে ধরা পড়লেন পুষ্পার নায়িকা
আরেকটি ক্লোজ-আপ শটে দেখা যায় রাশমিকা তার প্লেটের দিকে তাকিয়ে ডেজার্ট উপভোগ করছেন। ছবিটির উপর ‘গুড ফুড’ কথাটি লেখা ছিল। এই ছবি আসলে ‘পুষ্পা ২’ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। এটি তার ‘ডিয়ার ডায়েরি’ নোটের অংশ।
তিনি যখন আগস্টে ছবিটি পোস্ট করেছিলেন তখন লিখেছিলেন, ‘সুইট ট্রিটস - আমার জীবনের একটি বড় অংশ।’ এর মানে হলো, ছবিটি এখন ট্রেন্ডিংয়ে এলেও এটি তোলা হয়েছিল মাস তিনেক আগেই।
ছবিটি দেখে এক নেটিজেন রেডিটে লিখেছেন, ‘এটি বর্তমানে সবচেয়ে ওপেনলি সিক্রেটিভ সম্পর্কগুলোর মধ্যে একটি। তারা জানে যে আমরাও জানি। আমরা জানি যে তারা প্রেম করছেন। তবুও তারা লুকোচুরির খেলায় রত!’
অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘তারা এই সম্পর্ক নিয়ে কথা বলতে চান না। তারা আমাদের বিষয়টি জানাতেও কোনো আপত্তি করেন না। তবে মজার বিষয় হলো তারা কখনও প্রকাশ্যে এটি স্বীকার করবে না। এটা একটা অদ্ভূত খেলা।’
|