অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে চড়া দামে কিনেছে বেঙ্গালুরু। তাকে কিনতে বিরাট কোহলির দল খরচ করেছে ১২ কোটি ৫০ লাখ রুপি।
ভারতের পেসার প্রসিধ কৃষ্ণাকে ৯ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে গুজরাট। পেসার আবেশ খান বিক্রি হয়েছে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে। তাকে কিনেছে লক্ষ্ণৌ। আনরিখ নর্কিয়াকে ৬ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।
ইংল্যান্ড পেসার জফরা আর্চারকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। ভারতীয় বাঁহাতি পেসার খলিল আহমেদ গেছেন চেন্নাইয়ে। তার দাম উঠেছে ৪ কোটি ৮০ লাখ রুপি।
ভারতীয় পেসার নটরাজনকে কিনেছে দিল্লি। এই বাঁহাতি পেসারের দাম উঠেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। কিউই পেসার ট্রেন্ট বোল্টকে কিনতে মুম্বাই ইন্ডিয়ানসের খরচ হয়েছে ১২ কোটি ৫০ লাখ।
তবে জনি বেয়ারস্টোর প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। অন্যদিকে ইংল্যান্ডের টি–টোয়েন্টি দলের বর্তমান ওপেনার ফিল সল্টকে কিনতে বেঙ্গালুরু খরচ করেছে ১১ কোটি ৫০ লাখ।
অপরদিকে মাত্র ২ কোটি রুপিতে রহমানউল্লাহ গুরবাজকে পেয়ে গেছে কলকাতা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]