ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের দাবি ইরানের সর্বোচ্চ নেতার
তারিখ
:
26-11-2024
ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং মৃত্যুদণ্ডাদেশ দেওয়া আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সোমবার (২৫ নভেম্বর) এই মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর খামেনি এই মন্তব্য করলেন।
ইসরায়েলি নেতাদের নাম উল্লেখ করে খামেনি বলেন, তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটা যথেষ্ট নয়, এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত।
নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সময় আইসিসির বিচারকরা বলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ও নিয়মতান্ত্রিক আক্রমণের অংশ হিসেবে হত্যাকাণ্ড, নিপীড়ন ও ক্ষুধার মতো বিষয়কে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এই অপরাধের সঙ্গে নেতানিয়াহু ও ইয়োয়াভ গ্যালান্ট জড়িত বলে যুক্তিযুক্ত কারণ রয়েছে।
তবে আইসিসির এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় দেশটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একে লজ্জাজনক ও হাস্যকর বলেও অভিহিত করেছে তেল আবিব। কিন্তু গাজার বাসিন্দারা আশাবাদ প্রকাশ করেছেন যে বিশ্ব আদালতের এই সিদ্ধান্ত সহিংসতার অবসান এবং যুদ্ধাপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে।
অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত। ইসরায়েলেল দাবি, গত জুলাইয়ে একটি বিমান হামলায় তাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ বিষয়টি হামাস এখনো নিশ্চিত বা অস্বীকার করেনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]