ছিলেন বলিউডের বিখ্যাত খান বাড়ির বউ। সালমান খানের ভাই আরবাজের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন তিনি। সেই সংসারে আছে সন্তানও। তবে নিজের বয়সের চেয়ে অনেক ছোট অর্জুন কাপুরের প্রেমে পড়ে সেই সংসার ত্যাগ করে আলোচনায় আসেন মালাইকা অরোরা। এরপর অর্জুনের সঙ্গী হিসেবে বেশ চুটিয়ে সময় যাপন করেছেন।
বিয়ে হবে হবে করেও অবশ্য শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। ভেঙে গেছে তাদের মিষ্টি প্রেমের সম্পর্কটা। যা বেশ অবাক করেছে বলিউডপাড়ার মানুষকে। অর্জুন মন দিয়েছেন কাজে। মালাইকা কেমন আছেন?
নিজেই জানালেন তিনি তার বর্তমান অবস্থার কথা। ‘চাইয়া চাইয়া’ গানের আইটেম গার্ল মালাইকা সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২৫ নভেম্বর একটি মজার পোস্ট শেয়ার করেছেন। সেখানে তার সম্পর্কের অবস্থা প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবির তিনটি অপশন ছিল- ‘রিলেশনশিপে আছি’, ‘সিঙ্গেল’ এবং ‘হেহেহে’।
তিনি হাস্যরসাত্মকভাবে তৃতীয় অপশনটি বেছে নেন। বিষয়টি তার অনুরাগীদের বেশ মজা দিয়েছে।
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সাথে একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর তার একাকীত্বের সাথে যুদ্ধের বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ২০১৪ সালের একটি কথোপকথন স্মরণ করে তিনি জানান, তার মায়ের মৃত্যু তাকে একাকী করে ফেলেছিল। বিশেষ করে যখন তিনি হিট ছবি ‘ইশকজাদে’, ‘২ স্টেটস’ এবং ‘গুন্ডে’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন তখন খুব খারাপ সময় পার করছিলেন। যদিও তার ক্যারিয়ারে সফলতা ছিল তবু মাকে হারিয়ে একাকীত্বটা তার জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। তবে এখন তিনি সেই অনুভূতি কাটিয়ে উঠেছেন এবং তার ব্যক্তিগত জীবনে উন্নতি করতে মনোযোগী। তিনি উল্লেখ করেন, আত্মসেবা এবং ব্যক্তিগত উন্নতির জন্য সময় নেওয়া স্বার্থপরতা নয়। এর প্রয়োজন আছে। ক্যারিয়ার এবং সম্পর্কের নানা ওঠাপড়ার পর সময় নেয়া উচিত। অর্জুনও চেষ্টা করছেন সব একাকীত্ব কাটিয়ে উঠতে। কাজে মন দিয়েছেন। যদিও এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবু তিনি আশাবাদী। বোঝাই যাচ্ছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের রেশ কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। অর্জুন কাপুর সম্প্রতি রোহিত শেঠি পরিচালিত ‘সিঙ্গাম এগেইন’ ছবিতে শক্তিশালী ভূমিকা পালনের জন্য প্রশংসিত হয়েছেন। এই ছবিতে তিনি অজয় দেবগণ, টাইগার শ্রফ, কারিনা কাপুর, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। নেগেটিভ চরিত্রে তার পারফরম্যান্স উপভোগ করেছে দর্শক।
এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ত হয়ে উঠেছেন মালাইকা অরোরাও।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]