নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক এবং ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বরে) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের আলফু থান্দার এবং নিহত ট্রাক চালক মোস্তাকিন বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যান আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কের উঠে কয়েনবাজারের দিকে যাচ্ছিলে। ওইসময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয়।
অন্যদিকে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হন। পরে ট্রাকে আটকে থাকা ড্রাইভারকে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]