প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশননের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘তারা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
২০১৬ সালে সরকার ও চায়না এক্সিম ব্যাংক থেকে প্রাপ্ত সংস্থার ঋণের কিস্তি হিসেবে বিএসসি ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
বিএসসি ১,৪৫৭ কোটি টাকার বেশি ব্যয়ে তিনটি বাল্ক ক্যারিয়ারসহ ছয়টি জাহাজ ক্রয়ের জন্য এ ঋণ নিয়েছিল।
এ ঋণ চুক্তির কারণে বিএসসি ২০১৮-২০১৯ সালে ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো তার বহরে ছয়টি বাণিজ্যিক জাহাজ যোগ করতে সক্ষম হয়।
এর মধ্যে পাঁচটি জাহাজ এখন বাংলাদেশের পতাকা ব্যবহার করে বিভিন্ন মহাসাগর পাড়ি দিয়ে পণ্য বহন করছে।
বিএসসি’র ১৩ বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে ঋণ ও সুদ হিসেবে সরকারকে ২,৪২৫ কোটি টাকা পরিশোধ করার কথা।
শিপিং মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিপিং সচিব মোহাম্মদ ইউছুফ ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]