বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন
তারিখ
:
27-11-2024
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ জন আলফ্রেড টিনিসউড ১১২ বছর বয়সে মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) দক্ষিণপোর্টের একটি বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার মৃত্যু নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চলতি বছরের এপ্রিলে ১১৪ বছর বয়সে জুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যু হলে জন টিনিসউড বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত পুরুষ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। টিনিসউডের পরিবার জানায়, তার জীবনের শেষ দিনটি সংগীত ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল। ১৯১২ সালের ২৬ আগস্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন জন টিনিসউড। ২০২০ সালে তিনি যুক্তরাজ্যের প্রবীণতম পুরুষ হিসেবে স্বীকৃতি পান এবং ২০২৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করে। তিনি ছিলেন অ্যাডা এবং জন বার্নার্ড টিনিসউডের সন্তান।
পরিবারের ভাষায়, তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী ও শান্ত। যা তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল আর্মি পেইস কর্পস-এ বিশেষ সাফল্য এনে দেয়। তিনি হিসাবরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থাপনার কাজ করতেন। যুদ্ধ শেষে তিনি রয়্যাল মেইল এবং পরে শেল ও বিপি’র হিসাবরক্ষক হিসেবে কাজ করেন। ১৯৭২ সালে অবসর নেওয়ার পর তিনি সক্রিয়ভাবে চার্চের কাজে জড়িত হন এবং ধর্মীয় বক্তৃতাও দিতেন। টিনিসউড ছিলেন লিভারপুল ফুটবল ক্লাবের আজীবন ভক্ত। ক্লাবটি তার জন্মের ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। তিনি লিভারপুলের ৬৬টি শীর্ষ ট্রফির মধ্যে ৬৪টির সাক্ষী ছিলেন। বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে টিনিসউড বলেছিলেন, তিনি শৈশবে বেশ সক্রিয় ছিলেন এবং অনেক হাঁটতেন। তবে তার দীর্ঘায়ুর কোনও বিশেষ রহস্য নেই। পরিবার জানায়, টিনিসউড প্রতি বছর তার জন্মদিনে রানির কাছ থেকে একটি কার্ড পেতেন। তারা বলেন, তার সাম্প্রতিক জন্মদিনে যুক্তরাজ্য ও সারা বিশ্বের মানুষদের শুভেচ্ছাবার্তা তাকে গভীরভাবে আনন্দ দিয়েছে।" পরিবার আরও জানায়, তার চিকিৎসা ও যত্নে সহায়তাকারী কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে কেউ জন টিনিসউডের স্মরণে এইজ ইউকে বা নিজের পছন্দের অন্য কোনো দাতব্য সংস্থায় দান করতে পারেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে রেকর্ডধারী ছিলেন জাপানের জিরোমন কিমুরা। তিনি ১১৬ বছর বয়সে ২০১৩ সালে মারা যান। বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ১১৬ বছর বয়সী নারী জাপানের টোমিকো ইতোওকা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]