শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান
তারিখ
:
27-11-2024
একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সারাদেশে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট দোসররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণে আনতে হবে। এসব পরিস্থিতির ব্যাপারে অন্তর্র্বতী সরকারকে সতর্ক ও সজাগ দৃষ্টির রাখার পরামর্শ দেন তিনি।
তারেক রহমান আরও বলেন, গত কয়েকদিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেসব কর্মকাণ্ড ঘটেছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারীদের এই অপতৎপরতা উদ্বেগজনকভাবে দেখা দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় ছাত্র-জনতা আপামর জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]