যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে : মির্জা ফখরুল
তারিখ
:
28-11-2024
আমাদের লড়াই বাকস্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। যেকোনও মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের ওপর আক্রমণ নিয়ে কথা বলাটা দুর্ভাগ্যজনক। যেকোনো মূল্যে সংবাদপত্র ও ভোটের স্বাধীনতা রক্ষা করতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত `আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান` শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্যই আন্দোলন হয়েছে। তবে কিছু মানুষ জাতিকে বিভক্ত করে দেশকে নৈরাজের দিকে নিয়ে যাচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কলকাঠি নেড়ে মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়নের সুযোগ নষ্ট করতে চায়। দেশে বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই বিরাজনীতিকরণের চেষ্টা বন্ধ হওয়া উচিত। এই সময়ে নৈরাজ্য সৃষ্টি জাতির জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাহায্য প্রয়োজন। এ সময় গণতন্ত্রীকরণের প্রক্রিয়ায় গণমাধ্যম পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]