চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নোয়াখালী থেকে চাঁদপুরে আনার সময় একটি মিনি পিকআপ ভ্যান থেকে তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট তাকিউল আহসান।
তিনি বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে জাটকা জব্দ করে। পরবর্তীতে কোস্টগার্ড স্টেশনে এনে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]