ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিরা খান মাহি কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বন্ধুদের সঙ্গে এ অভিনেত্রী রং খেলায় মেতে উঠেছেন।
ছবি শেয়ার করে সামিরা ক্যাপশনে লিখেছেন,‘আমার প্রিয় বন্ধুদের সঙ্গে সুন্দর সময় উদযাপন করছি। ভালবাসা, আনন্দ এবং অবিস্মরণীয় স্মৃতিসহ তাদের পরিপূর্ণ জীবন কামনা করছি। তাদের নতুনভাবে পথচলার জন্য শুভকামনা।’
ছবিতে দেখা যায়, অভিনেত্রীর হাতে রঙের থালা চোখে-মুখে হাসির ছাপ। পাশাপাশি খোলা চুলে মাহিকে বেশ মানিয়েছে। এদিকে সাদা পোশাকে রঙ মেখে বন্ধুদের সঙ্গে নাচতে ব্যস্ত এ অভিনেত্রী।
কমেন্ট বক্সে রিফাত হোসেন রাফি নামে এক ভক্ত লিখেছেন, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, আপনার দিকেই চেয়ে থাকতে ইচ্ছে করে। আরেকজনের ভাষ্য, ‘সবাইকে দেখতে ভালো লাগছে।’
প্রসঙ্গত, সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। তার জন্ম সিলেটে। এ মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে। এরপর এখন পর্যন্ত কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]