উগান্ডায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা
তারিখ
:
29-11-2024
উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক ব্যক্তি। খবর বিবিসির।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুদিন আগে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর অফিস। তারা জানায়, ভূমিধসের কবলে পড়ে বুলামবুলি জেলা। পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে অন্তত ৪০টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু স্থাপনা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]