মশার কয়েলের আগুনে পুড়ল বাস, ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু
তারিখ
:
29-11-2024
খুলনা প্রতিনিধি : খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটিতে মশার কয়েল থেকে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় বাস হেলপার শরিফুল নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। পরিবহন শ্রমিকরা জানান, অনেকে বাসের মধ্যে রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে থাকেন। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত আনুমানিক ২টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]