সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
তারিখ
:
29-11-2024
আবু সায়েম, কক্সবাজারঃ বিশেষ অভিযানে ৭ টি সাজাপ্রাপ্তসহ ১৪ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ইমাম হোসাইন কে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর ( বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন রুমালিয়ারছড়া এলাকা থেকে পুলিশের চৌকস টিম ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৭ টি সাজাপ্রাপ্তাহ মোট ১৪ টি পরোয়ানাভুক্ত আসামি ইমাম হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ইমাম হোসাইন চৌধুরী উত্তর রুমালিয়ারছড়ার মৃত ছৈয়দ হোসাইনের পুত্র। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস খান বলেন, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৪ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, কক্সবাজার একটি পর্যটন এলাকা। পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতকরণে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর। দায়িত্ব পালনে সর্বাত্নক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]