মঈন মাহমুদ :পদোন্নতির দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা। আজ শনিবার সকালে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা। এক লিখিত বার্তায় বিষয়টি জানিয়েছেন আন্দোলনরত ব্যাংকটির কর্মকর্তারা।
এর আগে গত সেপ্টেম্বরে পদোন্নতির এক দফা দাবিতে কৃষি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলন করেন তারা। তখন সাত কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ব্যাংকটির পক্ষ থেকে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নামতে যাচ্ছেন তারা।
লিখিত বার্তায় আন্দোলনরত কর্মকর্তারা অভিযোগ করেন, গত ৬-৭ বছর বা এর বেশি সময় ধরে ১০ম গ্রেডের কর্মকর্তারা কোন পদোন্নতি পাননি। যদিও ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তিন বছর পরপর নিয়মিত পদোন্নতি পাচ্ছেন। ফলে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর আগে গত ২৭ আগস্ট ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পদোন্নতিসহ অন্যান্য দাবি জানিয়ে স্মারকলিপি দেন বঞ্চিত কর্মকর্তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ১৪ সেপ্টেম্বর মানববন্ধন করেন তারা। সেখানে উপস্থিত হয়ে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী ৩ বছর পরপর নিয়মিত পদোন্নতির আশ্বাস দেন। এতে কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তারা। কিছুদিন পরই কৃষি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। তিনি পূরণ করেননি ১০ম গ্রেডের কর্মকর্তাদের দাবি।
লিখিত বার্তায় ১০ম গ্রেডের কর্মকর্তারা অভিযোগ করেছেন, পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সঙ্গে পূর্বেও ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং উপ মহাব্যবস্থাপকদের একাধিকবার আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়ে সুকৌশলে আন্দোলন দমিয়ে রাখেন। এবার দাবি না মানলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দেবেন তারা যা সাধারণ ব্যাংকিং কার্যক্রম ব্যহত করবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]