প্রথম ম্যাচে নিগার সুলতানার বাংলাদেশ জিতেছিল সর্বোচ্চ রানের স্কোর গড়ে। জিতেছিল সর্বোচ্চ রানের ব্যবধানে। গতকাল ওয়ানডে সিরিজ নিশ্চিত করলেন নিগাররা। এবারও রেকর্ড গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের এখনো এক ম্যাচ বাকি। যা আগামীকাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিগার বাহিনী জিতেছে নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের টার্গেট তাড়া করে। জিতেছে আইরিশ নারী দলের ৬ উইকেটে ১৯৩ রান তাড়া করে। জিতেছে ৩৭ বল হাতে রেখে। আগের রেকর্ড পাকিস্তানের ১৬৭ রান তাড়া করে জিতেছিল ২৬ বল হাতে রেখে। এ নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ৩ ম্যাচের সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে। এবার জিতল ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে ১-০ গোলে। প্রথম ওয়ানডেতে নার্ভাস নাইনটিজের শিকার হয়েছিলেন শারমিন সুলতানা সুপ্তা। ৯৬ রানে সাজঘরে ফিরেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ে মাসলপুল করেছিল। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে খেলার সম্ভাবনা ছিল ফিফটি-ফিফটি। খেলেছেন এবং পুনরায় রান করেছেন। তবে পঞ্চাশোর্ধ ইনিংস নয়, খেলেন ৬৩ বলে ৪ চারে ৪৩ রানের ইনিংস। ১৯৪ রানের টার্গেট তাড়া করে দলীয় ১৫ রানে হারায় ওপেনার মুরশিদা খাতুনকে। এরপর ফারজানা হক পিংকি ও শারমিন দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ৮৫ রান যোগ করেন। প্রথম ম্যাচের মতো গতকালও হাফসেঞ্চুরির ইনিংস খেলেন ফারজানা পিংকি। গতকাল খেলেন ৫০ রানের ইনিংস। ৮৯ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার। প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৬১ রানের ইনিংস। ফারজানাই বাংলাদেশ নারী দলের প্রথম ক্রিকেটার যিনি ওয়ানডে ক্রিকেটে দু-দুটি সেঞ্চুরির মালিক। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। ৪০ রানের ইনিংস খেলেন ৩৯ বলে ৬ চার ও এক ছক্কায়। শেষ দিকে ম্যাচকে জয়ের বন্দরে নিয়ে যান লেগ স্পিনার অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৯ বলে এক চার ও এক ছক্কায়। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান করেছিল। রেকর্ড ভেঙেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে ২৫০ রানের। জিতেছিল ১৫৪ রানের রেকর্ড জয়ে। প্রথম ওয়ানডেতে মাত্র ৯৮ রান করেছিল আইরিশ নারী দল। টস জিতে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ১৯৩ রান করে। যা বাংলাদেশের বিরুদ্ধে আইরিশদের সর্বোচ্চ দলগত স্কোর। আগের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ডাবলিনে ৬ উইকেটে ১৪৮ রান। আইরিশদের পক্ষে অ্যামি হান্টার ৮৮ বলে ৬৮ রান করেন। নিগার বাহিনীর পক্ষে সুলতানা ৩২ রানে ২ উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর : আয়ারল্যান্ড : ১৯৩/৬, ৫০ ওভার (ফোর্বস ১৩, লুইস ২, হান্টার ৬৮, প্রেন্ডারগাস্ট ৩৭, ডেলানি ৩৩, পল ১০, রেমন্ড-হোয়ি ২১*। মারুফা আক্তার ৭-১-৩৮-০, সুলতানা খাতুন ১০-১-৩২-২, নাহিদা ১০-১-৩২-১, রাবেয়া ১০-০-৪২-০, ফাহিমা ৭-০-২৭-০, সোবহানা ২-০-৯-০, স্বর্ণা ৪-০-৬-১) বাংলাদেশ : ১৯৭/৫, ৪৩.৫ ওভার (ফারজানা ৫০, মুর্শিদা ৬, শারমিন ৪৩, নিগার ৪০, সোবহানা ১৬, স্বর্ণা ২৯*, ফাহিমা ৪*; প্রেন্ডারগাস্ট ৪-১-১০-১, ক্যানিং ৭-০-২২-১, কেলি ৯-০-৩৪-১, সারজেন্ট ৯-০-৪৪-০, ম্যাগুয়েইর ৮-০-৪৩-০, ডেলানি ৬.৫-০-৪৩-২) ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী ম্যাচসেরা : নিগার সুলতানা সিরিজ : ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০-তে এগিয়ে
|