চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে এক হাজার টনের বেশি স্বর্ণ মজুদ রয়েছে বলে গবেষকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
হুনানের জিওলজিক্যাল ব্যুরো জানিয়েছে, সম্প্রতি প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে সন্ধান পাওয়া স্বর্ণের খনিতে যে পরিমাণ মজুদ রয়েছে তার দাম আনুমানিক ৬০০ বিলিয়ন ইউয়ান। এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণ পাওয়া গেছে। চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, খননের সময় অনেক জায়গায় স্বর্ণ দেখতে পেয়েছেন তারা। খননের কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে, খনির দুই হাজার মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৩০ টন সোনা মজুত রয়েছে। ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহারে দেখা গেছে, আরও গভীরে তিন হাজার মিটারে বিপুল পরিমাণ স্বর্ণ আছে। এ আবিষ্কার চীনের স্বর্ণ খাতে যেমন বড় প্রভাব ফেলবে, তেমনি এতে দেশটির খনিশিল্প ও অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]