সদর মডেল থানার বিশেষ অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার -২
তারিখ
:
02-12-2024
আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজারের কলাতলী সুগন্ধা বীচ সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস রেস্টুরেন্টের এর বিপরীতে ঝাউবাগান এলাকা থেকে ৪ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
২ ডিসেম্বর ( সোমবার) সকাল ১০ টায় কক্সবাজারের সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশে সদর মডেল থানার ওসি মোঃ ইলিয়াস খানের দিকনির্দেশনায় এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কলাতলীর সুগন্ধা বীচ সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস রেস্টুরেন্টের বিপরীতে ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ২ টি দেশীয় তৈরি এলজি,২ টি একনলা বন্দুক,২ রাউন্ড তাজাগুলিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মহেশখালী উপজেলার ঘোরকঘাটা এলাকার জকরিয়া সওদাগরের পুত্র ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং একই উপজেলার ছোট মহেশখালী লম্বারঘোনা এলাকার মো: আবুল কালামের পুত্র মো: আরমান হোসেন ( ৩৪) ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ইলিয়াস খান বলেন, সদর মডেল থানার আওতাধীন সকল জনসাধারণ ও আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার মূল লক্ষ ও উদ্দেশ্য। জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের এসপি মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি একটা চলমান প্রক্রিয়া। এর আগেও বেশকিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছি।সামনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি জোরদার করেছি।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]