অভ্যুত্থান মেনে নিতে না পারায় পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত : রিজভী
তারিখ
:
03-12-2024
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয়রা। কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। কারণ, ছাত্র-জনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না তারা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিজেপি ভারতকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টারপ্ল্যান করেছে ভারত। নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি মনে করেন, বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার। দেশটিতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তার জন্য শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা চাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]