বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
তারিখ
:
03-12-2024
টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের উন্মাদনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩ ম্যাচের সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল গতকাল বিকেলেই। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা। ওই সিরিজের জন্য শাই হোপকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
স্বাগতিকদের দলে জায়গা পেয়েছেন সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। এছাড়া ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গুকে নেয়া হয়েছে দলে।
সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৮ ডিসেম্বর। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]