অপপ্রচারের প্রভাবে হাইকমিশনে হামলা, যা প্রতিবেশীর মধ্যে বিভেদ সৃষ্টি করে : তারেক রহমান
তারিখ
:
03-12-2024
স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর কিছু ভারতীয় মহল থেকে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উসকাননিমূলক মন্তব্য ও রাজনৈতিক বক্তৃতা বাড়ছে। যা ভুল তথ্যে ভরা, আর সেসব অপপ্রচার ক্রমাগত বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়ন এবং প্রতিবেশী দুই দেশের মানুষের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে বিএনপির এ শীর্ষ নেতা ফেসবুক স্ট্যাটাস দিলেন।
তারেক রহমানের মতে, এসব অপপ্রচারের প্রভাবে সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এমন ঘটনা প্রতিবেশীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]