মিরপুরে বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ বিক্ষুব্ধদের
তারিখ
:
02-01-2025
অনলাইন ডেস্ক : বিপিএল শুরুর আগেই টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। মাঠে লড়াই শুরুর ৫ দিন পার হলেও এই সমস্যার সমাধান করতে পারেনি বিসিবি। যার ফলে পঞ্চম ম্যাচের আগে টিকিট না পাওয়ায় স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দিয়েছে দর্শকরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজশাহী-ঢাকার ম্যাচে দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা। টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে সামনে জড় হতে থাকে তারা।
বেলা ১১টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্টারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে ১২টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা।
এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এ ছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছিল দর্শকরা। তার পর টিকিট ভোগান্তি কমাতে দর্শকদের কাছে ৭দিন সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
কিন্তু টিকিট নিয়ে এখনও দর্শকদের ভোগান্তি কমাতে পারেনি বিসিবি। যা কারণে ক্ষুদ্ধ দর্শকরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]