অনলাইন ডেস্ক : রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এমদাদুল হক কাজল (৩১) নামে আরেক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনাটি ঘটে।
এমদাদুল হক কাজলকে আহত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
মৃত কাজলের ছোট ভাই মো. জয় বলেন, আমাদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। বাবার নাম মৃত মো. সৈয়দ। বর্তমানে মিরপুর ৬ নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে থাকি আমরা। বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আমার ভাই।
তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে জানতে পারি মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন কাজল। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেল ধাক্কায় আহত হন তিনি। পরে দ্রুত সেখান থেকে আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখান থেকে বক্ষব্যাধি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান। মোটরসাইকেল চালকও আহত হন। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘রাতে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]