অনলাইন ডেস্ক : নোয়াখালীর চাটখিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজবে শোডাউন করেছে যুবলীগ। এসময় ইব্রাহিম খলিল রাসেল (৪২) ও গোলাম কিবরিয়া লিটন (৪৫) নামে দুই কর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি কর্মীদের সহায়তায় পুলিশ ওই দুইজনকে আটক করে।
আটক ইব্রাহিম খলিল রাসেল মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে এবং গোলাম কিবরিয়া লিটন (৪৫) একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। তারা ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করেন যুবলীগের একদল নেতা-কর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তিনি বলেন, যুবলীগ কর্মীদের শোডাউনের খবরে পুলিশ পাঠানো হয়। আটক দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]