এমবাপের প্রথম হ্যাটট্রিকে লা লিগায় আরও উঁচুতে রিয়াল
তারিখ
:
26-01-2025
স্পোর্টস ডেস্ক : রিয়ালের জার্সিতে গোল পাচ্ছেন না বলে একসময়ে সমালোচনার শিকার হয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সেই এমবাপে এবার শুধু গোলই করলেন না, রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকও করলেন। আগের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। গোল পেয়েছিলেন কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগেও। কিন্তু হ্যাটট্রিক যে ছিল না ফরাসি তারকার! এবার প্রথম হ্যাটট্রিকটির স্বাদও পেলেন।
আর তাঁর হ্যাটট্রিকের সুবাদে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় আরও শক্ত অবস্থানে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে শীর্ষে থাকা লস ব্লাঙ্কোস ৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে।
দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ তার আগের ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ ড্র করেছে। তাতে লাভটা হয়েছে মাদ্রিদের অভিজাতদের। এখন তিনে থাকা বার্সেলোনার চেয়েও রিয়ালের ব্যবধান ১০ পয়েন্টের।
প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে আসার পর থেকে নিজের ছায়া হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু অতি সম্প্রতি সেসব পেছনে ফেলে ধীরে ধীরে বিধ্বংসী রূপটা মেলে ধরছেন। চলতি মৌসুমে তার প্রমাণও রেখেছেন ১৫ গোল করে। তার আগে রয়েছেন শুধু রবের্ত লেভানডোভস্কি ১৬। ভিনিসিয়ুস জুনিয়র নিষেধাজ্ঞার কারণে না থাকায় শুরু থেকে দলকে সহায়তা করেছেন এমবাপ্পে। যেমনটা রিয়াল মাদ্রিদ আশা করে আসছিল।
ম্যাচের প্রথম গোলটি আসে ৩০ মিনিটে। জুড বেলিংহ্যামের দিক পরিবর্তিত পাস থেকে জাল কাঁপান তিনি। খুব বেশি সুযোগ তৈরি না করেও ম্যাচের বেশিরভাগ নিয়ন্ত্রণ করেছে রিয়াল। কিন্তু এমবাপ্পে নিজের সেরা সময়টা কাটাচ্ছেন বলে জাল কাঁপাতে তার কোনও বেগ পেতে হয়নি। ৫৭ মিনিটে প্রথম গোলের অবস্থান থেকেই করেন দ্বিতীয়টি। পাস করেছিলেন রদ্রিগো। তার পর শেষ দিকে বেলিংহ্যামকে বিপজ্জনক অঞ্চলে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। ৯০+১ মিনিটে স্পট কিক থেকে তখন হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।
রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিকের পর এমবাপ্পে বলেছেন, ‘হ্যাটট্রিকে আমি অনেক খুশি। বেশি খুশি দল জেতায়। অ্যাতলেতিকোর ফলাফলের পর আমরা তিন পয়েন্ট পাওয়ায় এটা ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]