মাঘের মাঝামাঝি সময়ে এসে দেশজুড়ে কমেছে তাপমাত্রা। এর মধ্যে বেশি শীত পড়েছে সাত জেলায়। এসব জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে চার জেলা উত্তরাঞ্চলের। আর তিন জেলা পশ্চিমাঞ্চলের। শীতের এমন অবস্থার মধ্যে তাপমাত্রা বাড়ার সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির এমন আভাস দিয়েছে সরকারি সংস্থাটি।
তার আগের দিন মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর সর্বশেষ যে পূর্বাভাস দিয়েছে সে অনুযায়ী, রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার অঞ্চলে গতকাল থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। শীতের এমন তীব্রতা থাকবে পরদিনও (মঙ্গলবার)। তবে বুধবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রোববারের মতো সোমবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসেও তিন দিন পর বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এ সময়ের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
|