চট্টগ্রামে প্রকাশনা উৎসব করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। উৎসবে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়।
নগরীর আগ্রাবাদে সরকারি কমার্স কলেজের সামনে ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। এর স্লোগান ছিল- চরিত্রে যদি সত্য শিখা দীপ্ত না হয়, তবে-জ্ঞান, গৌরব, শক্তি সবই বৃথা।
উৎসবের উদ্বোধন করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ছাত্রশিবিরকে তাদের সৃজনশীল প্রকাশনা সামগ্রী ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করতে দেয়নি। আজ সময় এসেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা ছাত্রশিবির সম্পর্কে সঠিক ধারণা অর্জন করবে।
দুই দিনব্যাপী উৎসবে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপচেপড়া ভিড় দেখা যায়। প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মহিউদ্দিন হোসেন, এম এইচ সোহেল, নগর দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]