হাতিয়ার মেঘনা নদীতে মরণাপন্ন অবস্থায় ভাসতে থাকা দুটি শকুন উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। পরে শকুন দুটিকে তারা নিরাপদ স্থানে নিয়ে আসে।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শকুনগুলো হরনী ইউনিয়নের হাবিবিয়া রেঞ্জের তত্ত্বাবধানে পাঠানো হবে বলে জানা গেছে।
হাতিয়ার ঠেঙ্গারচর সীমানায় মাছ ধরতে গিয়ে শকুন দুটি নদীতে ভাসতে দেখে জেলেরা। তারা তৎক্ষণাৎ শকুনগুলোকে বোটে তুলে চেয়ারম্যান ঘাটে নিয়ে আসেন। সেখানে শকুনগুলোকে রোদে শুকিয়ে এবং খাবার দিয়ে কিছুটা সুস্থ করা হয়।
চেয়ারম্যান ঘাটের স্থানীয় কামাল জানান, ‘জেলেরা কষ্ট করে শকুন দুটি উদ্ধার করে আনার পর আমি তাদের চা-পানির পয়সা দিয়ে ধন্যবাদ জানিয়েছি এবং শকুনগুলোকে হেফাজতে রেখেছি। বনবিভাগের কেউ আসলে সেগুলো তাদের কাছে দিয়ে দেব।’
হরনী ইউনিয়ন হাবিবিয়া বনবিভাগের রেঞ্জার জাহাঙ্গীর আলমকে এ বিষয়ে অবগত করা হলে তিনি বীট অফিসারকে চেয়ারম্যান ঘাটে পাঠান। বীট কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘শকুন দুটি দুর্বল হয়ে পড়েছে। আমরা এখন এগুলোকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব এবং ডিভিশনে মেসেজ পাঠাবো।’
এ ঘটনার মাধ্যমে স্থানীয় জেলেদের সচেতনতা ও বনবিভাগের দ্রুত পদক্ষেপ প্রমাণিত হলো, যা প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]