লিটন হোসেন আকাশ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জুবায়ের আল মামুন জিহাদ (২৪) ও সাগর আলী (২২) নামে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর শহরের রাজবাড়ি সবজি বাগান এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক জুবায়ের আল মামুন জিহাদ শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহরের রাজবাড়ী সবজি বাগান এলাকার বাসিন্দা ও সাগর আলী দিনাজপুর শহর ছাত্রলীগের সদস্য এবং একই এলাকার মজিদ মিয়ার ছেলে।
দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]