যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে আকাশে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এরপর দুটি যানই পটোম্যাক নদীতে পড়ে যায়। উদ্ধার তৎপরতা চলছে।
যাত্রীবাহী বিমানে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। বিমানটি ক্যানসাস রাজ্যের উইচিটো থেকে ওয়াশিংটনের রিগান জাতীয় বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের সাবসিডিয়ারি পিএসএ এয়ারলাইন্স ফ্লাইটটি পরিচালনা করছিল। আর সামরিক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন। তারা প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিলেন।
ওয়াশিংটনের দমকল প্রধান জন ডন্যালি জানিয়েছেন, উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীর সংখ্যা প্রায় ৩০০ জন। তাদের খুবই বাজে আবহাওয়ায় কাজ করতে হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ডন্যালি ২৮ জনের মরদেহ উদ্ধার করার কথা জানান। এর মধ্যে ২৭ জন বিমানের যাত্রী ছিলেন। বাকিদের মধ্যে আর কেউ বেঁচে না থাকার আশঙ্কাও করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফিগার স্কেটিং জানিয়েছে, বিমানে তাদের কয়েকজন সদস্য ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, তাকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে। দুর্ঘটনার চার ঘণ্টা পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সমালোচনা করেন। এই দুর্ঘটনা এড়ানো যেত বলেও মনে করছেন তিনি।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রিগান জাতীয় বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ১৯৮২ সালে রিগান বিমানবন্দর থেকে একটি বোয়িং ৭৩৭ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি দ্রুত নিচে নামতে থাকে। এরপর সেটি একটি সেতুতে আঘাত করে পটোম্যাক নদীতে পড়ে গিয়েছিল। ঐ দুর্ঘটনায় ৭৮ জন মারা গিয়েছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]