নিজস্ব প্রতিবেদক : গত দুইদিন থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। আজ শনিবারও দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি শনিবার দেশের চার বিভাগ ও দুটি অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, শনিবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, সোমবার থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তখন শীতের অনুভূতি বাড়তে পারে। এর আগে এই দুইদিন গরম থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কুমিল্লায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]