দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই। এবার বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।
তিনি আরও লিখেছেন, কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে তিন হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।
মুজাক্কির আলম রাফান নামে একজন লিখেছেন, আল্লাহ রহমত ও বরকত দান করুন। দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। ব্যক্তি ও দলের নেতাদের স্বার্থের উর্ধ্বে দেশকে ভালোবাসতে হবে। পুরাতন জরাজীর্ণ রাজনৈতিক নীতি আদর্শের বাইরে ভালো কিছু করতে হবে।
আব্দুল আজিজ লিখেছেন, পাশে ছিলাম, পাশে থাকব ইনশাআল্লাহ।
শাহ আলম ইসলাম লিখেছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব চাই।
আকবর হোসেন নামে আরেকজন লিখেছেন, নতুন দল যেন সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো সুবিধাবাদী রাজনৈতিক চক্র যেন কমিটিতে জায়গা না পায়। আদর্শ, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে টাকার কাছে যেন নেতাকর্মীরা বিক্রি না হয়ে যায়।
|