মিয়া আবদুল হান্নান : ঢাকা সদর দক্ষিণ বিভাগভিত্তিক মাহফিলের অংশ হিসেবে ঢাকা বিভাগীয় তাফসিরুল কোরআন মাহফিলে রাত পোহালে শনিবার ৮ ফেরুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালীতে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাছছিরে কোরআন ও জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। মাহফিলের প্রস্তুতি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা আসতে শুরু করেছে। অন্যান্য বিভাগীয় মাহফিলের মতো এখানেও লাখ লাখ লোকের জমায়েত হবে বলে আশা করছেন আয়োজকরা। আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেলে মাহফিলের মাঠে গিয়ে মাহফিলের প্রস্তুতি নিয়ে তাফসির পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ভূইয়ার সাথে সাংবাদিকের কথা হয়। তিনি জানান, আমাদের এখানে প্রায় সাত থেকে আট লাখ মানুষের জন্য মূল প্যান্ডেলসহ মোট ছয়টি প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়েছে। সাউন্ড সিস্টেম ও বাতির কাজ রাতেই মধ্যে শেষ হবে। মাহফিলে আসা মেহমানদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শান্তি-শৃঙ্খলার বজায় রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। নিরাপত্তার জন্য পোশাকধারী ও সাদা পোশাকে মাঠে থাকবেন তারা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মা-বোনদের বসার জন্য মূল প্যান্ডেলের আশেপাশে মোট পাঁচটি প্যান্ডেল করা হয়েছে। মূল প্যান্ডেলে প্রায় এক লাখ লোকের বসার ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক। সভাপতিত্ব করবেন বারুয়াখলী মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান সিকদার। বিভাগীয় মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতার কামনা করেছে আয়োজক কমিটি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]