আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়েছে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এছাড়া আহত হন ছয় জন। যারমধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী আছেন। দুজরের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।
তবে বিমানের যে দুজন মারা গেছেন তারা কি ক্রু নাকি যাত্রী ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি মহাসড়কে ছিটকে যায়। ওই সময় অল্পের জন্য রাস্তার জ্যামে আটকে থাকা অসংখ্য গাড়িতে আঘাত হানেনি এটি। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]