বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) ১-১২ তম নিবন্ধনের সুপারিশপ্রাপ্তদের নিয়োগের দাবি এবং প্রাথমিকের তৃতীয় ধাপের সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা আজও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের। জাদুঘরের মুল ফটকের সামনে এনটিআরসিএ’র নিয়োগপ্রত্যাশীরা এবং শাহবাগ মোড় সংলগ্ন জায়গায় প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া লোকজন বিক্ষোভ করছেন।
এ সময় নিয়োগপ্রত্যাশীরা ‘এনটিআরসি এর কালোহাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘এনটিআরসি এর দুর্নীতি-মানি না মানবো না’, ‘আবু সাইদের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘সরাসরি নিয়োগ চাই-নিয়োগ নিয়োগ নিয়োগ চাই’ স্লোগান দিচ্ছেন। অন্যদিকে, প্রাথমিকের সুপারিশ বাতিল হওয়া লোকজন ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’, ‘হয়তো মোদের যোগদান দেন-নয়তো মোদের জীবন নেন’, ‘তুমি কে আমি কে-শিক্ষক শিক্ষক’ স্লোগান দিচ্ছেন।
উভয়পক্ষই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় পুলিশকে আশেপাশে ও শাহবাগ এলাকায় শক্ত অবস্থান নিতে দেখা যায়। এর আগে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]