বাংলাদেশের যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, গুম কমিশন ও নিরাপত্তা বাহিনীর অনুসন্ধান এবং তথ্যানুসারে সারাদেশে আয়নাঘরের সংখ্যা ৭০০ থেকে ৮০০ হতে পারে। শুধু রাজধানী ঢাকায়ই সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছড়িয়ে পড়েছিল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম, বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে
আমেরিকাভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি উল্লেখ করে শফিকুল আলম বলেন, গুম ও খুনের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জড়িত। তার নির্দেশেই বেশিরভাগ গুম ও খুন হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]