কাজের জন্য মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে আটক ৯৫ বাংলাদেশি
তারিখ
:
15-03-2025
পর্যটন ভিসায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ৯৫ জন বাংলাদেশি। তদন্তের জন্য তাদেরকে বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করেছে নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ। এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে, দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করেই অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা।
একেপিএসের বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]