আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, এদিন সকালের দিকে রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে আগুন লাগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ভবনটি আগুনে পুড়ে যাচ্ছে ও আকাশে ধোঁয়া উড়ছে।
দেশটিতে জনপ্রিয় হিপ-হপ এডিএন ব্যান্ডের একটি পরিবেশনার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়।
কনসার্টে প্রায় এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে লেগে থাকতে পারে। আগুন দ্রত ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]