অনলাইন ডেস্ক : একাধিক মানব পাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) ঢাকার শাহবাগ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
এতে বলা হয়, র্যাব-৩ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করেছে। ফরহাদ মাদারীপুর জেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের মৃত হামিজ উদ্দিন মাতুব্বরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিদেশ প্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা দায়ের করা হলে সে নিজেকে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পলাতক থাকে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]