প্রফেসর মুহম্মদ ইউনুছ শুধুমাত্র একজন অর্থনীতিবিদই নয় বরং তিনি একজন সামাজিক শিষ্টাচার বিশেষজ্ঞও : তাজুল ইসলাম
তারিখ
:
31-03-2025
আব্দুল খালেক খোন্দকার : সমসাময়িক বিষয়ক বিশ্লেষক ও দি এশিয়া বাণীর প্রধান পৃষ্টপোষক মোঃ তাজুল ইসলাম বলেছেন ড. মুহম্মদ ইউনুছ শুধু একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদই নয় বরং তিনি একজন সামাজিক শিষ্টাচার বিশেষজ্ঞও বটে।
ঈদের শুভেচ্ছা বাণীতে প্রধান উপদেষটা ড. মুহম্মদ ইউনুছ দেশবাসির উদ্দেশ্যে বলেন, ছুটিতে আপনারা নিকট আত্নীয়দের কবর যিয়ারত করবেন। আত্নীয়-স্বজনদের সাথে দেখা করবেন। গরীব আত্নীয়স্বজনদের খোঁজ খবর নিবেন ও তাদের সাহায্য-সহযোগিতা করবেন। নিজ ছেলেমেয়েদের তাদের সাথে পরিচয় করিয়ে দিবেন।
বিশ্লেষক তাজুল ইসলাম মনে করেন এটা একটা খুবই ভাল পরামর্শ, কারন শহরে বসবাস করার সুবাদে আমাদের অনেকের ছেলেমেয়েরা গ্রামে বসবাসরত তাদের ঘনিষ্ঠ নিকট আত্মীয়দেরও চেনে না। এটা সামাজিক বন্ধন ও মানবিক গুনাবলীর পরিপন্থী। অন্তত ঈদের ছুটিগুলিতে গ্রামে গিয়ে নিকট আত্মীয়-স্বজনদের খোঁজখবর ও তাদের সাথে যোগাযোগ রক্ষা আমাদের কর্তব্য।
বিশেষজ্ঞ ইসলাম বলেন আত্নীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রকৃত মুসলমান নয়। আল্লাহ এব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। অথচ অধুনা শহরায়নের যুগে আমাদের অনেকেই এতটাই শহরমূখী হয়ে পড়েছি যে আমাদের সন্তান সন্ততি অনেকেই তাদের পিতৃ ও মাতৃ কুলের নিকটতম আত্নীয়কেও চেনে না। এক্ষেত্রে নবেল বিজয়ী রাষ্ট্রপধান প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুসের বক্তব্য অত্যন্ত সময়পযোগী ও জ্ঞান-গর্ভপূর্ণ। এমন একজন বিজ্ঞ প্রবীন প্রধান উপদেষ্টা লাভ করা একটি জাতির জন্য আশির্বাদ বলেও বিশেষজ্ঞ তাজুল ইসলাম অভিমত প্রকাশ করেন।
তিনি আরও বলেন ড. মুহম্মদ ইউনুছের বক্তব্যে এটাই প্রমাণিত হয় যে তিনি শুধুমাত্র একজন অর্থনীতিবিদই নন বরং তিনি একজন সামাজিক শিষ্টাচার বিশারদও বটে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]