এ সালাম চান তরফদার : মাকড়সা হলো পৃথিবীর মধ্যে ক্ষুদ্র মাংসাশী প্রাণী,এটির বিজ্ঞানী নাম (অর্ডার অ্যারানিয়া) মাকড়সা অমেরুদণ্ডী শিকারী কীট। এটি একটি আট পা ওয়ালা অ্যারাকনিড শ্রেণীর সন্ধিপদ।
মাকড়সার একটি বিশেষ গুণ হলো এরা আঠালো জাল তৈরী করে এবং সেই জালে অন্যান্য কীট পতঙ্গ বন্দি করে শিকার করে ।
মাকড়সার শরীর দুটি অংশে ভিভক্ত এদের মাথা ও বুক একসাথে জুড়ে থাকে ,অনুমান করা হয়েছে ৪০,০০০ বেশী প্রজাতির মাকড়সা পৃথিবীতে বাস করে থাকে । তবে বরফ জনিত হীম শীতল এলাকা ব্যতীত এন্টার্কটিকা দেশ ছারা প্রায় প্রতিটা দেশেই এদের বসবাস । বিশেষ করে মিঠা পানির অঞ্চল গুলোতে এদের বেশী দেখা যায় ।
মাকড়সার কারণে বিভিন্ন পোকামাকড় কীট পতঙ্গ পরিবেশে বিস্তর প্রভাব ফেলতে পারেনা,মাকড়সার খাদ্যভ্যাস এবং তাদের শিকারী দক্ষতা অন্য রকম ।আমাদের পরিবেশ এর ভারসাম্য রক্ষার্তে তাদের ও ভূমিকা আছে । বিধাতার কোন সৃষ্টিকেই তুচ্ছ করে দেখার কিছু নেই,সকল সৃষ্টির মাঝেই নিবিড় রহস্য রহিয়াছে ।মানুষ কে এ সব বোঝার দক্ষতা দান করুন আমীন !!
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]