তিনি বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের টার্গেট করে অনেক বাসের চালক ইচ্ছেমতো ভাড়া আদায় করার তথ্য ছিল আমাদের কাছে। দুপুরে অভিযানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এসময় দেখা যায় ইমাম, শ্যামলী, শ্যামলী বাংলা, সৌখিন, গাজীপুর ও শালবনসহ কয়েকটি পরিবহনের চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এছাড়া পণ্যবাহী বিভিন্ন পিকআপ ও ট্রাকে করে যাত্রী পরিবহন করা হচ্ছিলো। ফলে বাসসহ এসব যানবাহনের চালকদের ১২টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সড়কে নিয়মিত অভিযান চালানো হবে। সড়ক পরিবহন আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]