বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় দিলারা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামে। আসামী বাওনপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে এখলাছ আলী (৫০)। রোববার রাত পৌণে ১০ টায় এখলাছ আলীকে গ্রেফতার করে থানা পুলিশ।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রোববার দুপুরে স্ত্রী দিলারা বেগমকে মারধর করেন স্বামী এখলাছ আলী। এক পর্যায়ে কানের পাশে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দিলারা বেগম। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতহালের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। গৃহবধূ দিলারা বেগম ৫ সন্তানের জননী। থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার রাত পৌনে ১০টায় নিজ এলাকা থেকেই এখলাছ আলীকে গ্রেফতার করে । এরই ধারাবাহিকতা দিলারা বেগমের ভাই চমক আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২ (তাং ০৭-০৪-২০২৫)। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ঘাতক এখলাছ আলীকে আদালতে প্রেরন করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]