ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি : বিশ্বনাথে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
তারিখ
:
07-04-2025
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও এর প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ। সোমবারর বাদ জোহর পৌর শহরের আলীয়া মাদ্রাসার সামন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে স্থানীয় বাসিয়া সেতুর উপরে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান ও পৌরসভা জামায়াতের আমির মাও: এইচএম আখতার ফারুক।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বক্তারা বলেন, ইসরায়েল সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। নারী শিশুসহ নিরীহ মানুষ হত্যা করেই চলছে ইসরায়েল। এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা বন্ধ করতে হবে। বিশ্ব মানবতাকে এগিয়ে আসতে হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]