সিলেট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার সীমাবাজার এলাকার দ্বীগর নওয়ামাঠি গ্রামের শিবির নেতা সুহেল আহমদ এর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও জায়গা দখলের অভিযোগ উঠেছে। এতে তার পিতা ইলিয়াস আলী (৭৬) গুরুতর আহত হন। গতকাল শনিবার (৫ এপ্রিল) ফয়াজ আহমদ প্রবাসী সুহেল আহমদের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৪ টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। তখন হামলাকারীরা বাড়িতে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
অনুসন্ধানে জানাগেছে, যুক্তরাজ্য প্রবাসীর বাড়ির মালামাল লুট ও ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় ১৫-১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানাযায়, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রবাসী ফয়াজ ও কিবরিয়া গং এর নির্দেশে এ হামলা চালানো হয়। ফয়াজ গত ৩ এপ্রিল দেশে আসেন ও ৫ এপ্রিল তিনি যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদের জায়গা দখল করেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, এলাকার ফয়াজ আহমদ ও কিবরিয়ার নির্দেশে সালিক, ইসলাম, এখলাস এবং আরো কতিপয় লোক নিয়ে যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদের বাড়ীতে গত ২১ ফেব্রুয়ারী হামলা চালায়। তখন ফয়াজ আহমদ প্রবাসে ছিলেন। তিনি সম্প্রতি দেশে এসে ঐ প্রবাসী পরিবারের ভূমি (জায়গা দখল) করেন। হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এলাকাবাসী আরো জানায়, বর্তমানে তারা সুবিধা হাসিলের জন্য দল ত্যাগ করে বিএনপি পরিচয় দিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতেছে। ঐ প্রবাসীর জায়গা দখলসহ বিস্তৃত অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। প্রবাসী সুহেল আহমদ শিবির করার কারণে তাকে একাধিকবার হত্যার হুমকী দেয় ছাত্রলীগ ও দুর্বৃত্তরা। জুলাই-আগস্ট বিপ্লবের সময় প্রকাশ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাড়ীতে হামলা করে। এখন সন্ত্রাসীরা আগের চেয়ে ভয়াবহ অবস্থায় হামলা চালাচ্ছে। তার পিতাকে হত্যা করার জন্য জায়গা সংক্রান্ত বিষয়ের জেরে এবার হামলা করেছে স্থানীয় সন্ত্রাসী। এর আগেও ঐ শিবির নেতার পিতা ও পরিবারের উপর ছাত্রলীগের লোকজন হামলা করেছিলো। তখন বিষয়গুলো দেশের মিডিয়ায় ব্যপকভাবে প্রচার হয়।
ভুক্তভোগী পরিবার অভিযোগ, এই ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ঐ শিবির নেতার পরিবার।
সাবেক শিবির নেতার বাড়ীতে হামলার ঘঠনায় দুঃখ প্রকাশ করে কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিন বলেন, অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
কানাইঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালের মোবাইলে ফোন দিলে তিনি বাহিরে জরুরী কাজে আছেন বলে ফোন কেটে দেন। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
|